➖ নদী ও নৌকা ⛵
—সুরজিৎ ঘোষ।
নদীর চরে ইতস্তত ফুটে থাকা কাশফুলে
দোলা দিয়ে যায় দখিনা বাতাস,
আকাশে উড়ে যায় জানা অজানা কত পাখী,
প্রভাতের স্বর্ণঝরা রোদ বাধা পায়
স্রোতহীন নদীর শ্যাওলা ধরা জলে।
নদীটি লুপ্ত যৌবনা,
সে গাঙে আর জোয়ার আসে না।
আগাছায় ভরা নদীর বুক—
অনেক কষ্টে শ্বাস নেয়।
হৃদয়ে একরাশ দুঃখ আর
মনে অদম্য বাঁচার ইচ্ছা নিয়ে—
নদীর বুকে মুখ গুঁজে পরে থাকে নৌকাটি।
এ যেন নদী ও নৌকার অস্তিত্বের সংগ্রাম।
জীবনে ফেলে আসা সুন্দর মুহূর্ত গুলো ভেবে
নদীর বুকে মুখ লুকিয়ে
অনেক কেঁদেছে নৌকাটি।
সুখ–দু্ঃখ পদ্মপত্রে রাখা জলের মতো,
কালের নিয়মে সবই চলে যায়,
তবুও ওরা স্বপ্ন দেখে— বাঁচার।
যদি কোনদিন ওদের দুঃখ, হতাশা
মেঘ হয়ে বর্ষায় নদীর বুকে,
যদি গাঙে আবারও জোয়ার আসে,
তবে আবারও একদিন নদীর ঢেউয়ে
নেচে উঠবে নৌকার হৃদয়।
নদী স্রোতস্বিনী হয়ে ধুয়ে দেবে সব মলিনতা,
সব কাজ ফেলে মাঝি —
ছুটে আসবে তার নাওয়ের টানে,
আবারও ভাসবে নৌকা স্রোতের টানে,
মাঝি তার ধরবে হাল,
শুরু হবে পারাপার,
নৌকার বুকে তুলে দিয়ে পাল।
চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে
ওরা আজও স্বপ্ন দেখে— বাঁচার।
জীবনের ফেলে আসা কোনো রূপকথা নয়,
প্রকৃতির আপন খেয়ালে ঘটে যাওয়া
এ যেন এক রুদ্ধশ্বাস কাহিনী।
দোলা দিয়ে যায় দখিনা বাতাস,
আকাশে উড়ে যায় জানা অজানা কত পাখী,
প্রভাতের স্বর্ণঝরা রোদ বাধা পায়
স্রোতহীন নদীর শ্যাওলা ধরা জলে।
নদীটি লুপ্ত যৌবনা,
সে গাঙে আর জোয়ার আসে না।
আগাছায় ভরা নদীর বুক—
অনেক কষ্টে শ্বাস নেয়।
হৃদয়ে একরাশ দুঃখ আর
মনে অদম্য বাঁচার ইচ্ছা নিয়ে—
নদীর বুকে মুখ গুঁজে পরে থাকে নৌকাটি।
এ যেন নদী ও নৌকার অস্তিত্বের সংগ্রাম।
জীবনে ফেলে আসা সুন্দর মুহূর্ত গুলো ভেবে
নদীর বুকে মুখ লুকিয়ে
অনেক কেঁদেছে নৌকাটি।
সুখ–দু্ঃখ পদ্মপত্রে রাখা জলের মতো,
কালের নিয়মে সবই চলে যায়,
তবুও ওরা স্বপ্ন দেখে— বাঁচার।
যদি কোনদিন ওদের দুঃখ, হতাশা
মেঘ হয়ে বর্ষায় নদীর বুকে,
যদি গাঙে আবারও জোয়ার আসে,
তবে আবারও একদিন নদীর ঢেউয়ে
নেচে উঠবে নৌকার হৃদয়।
নদী স্রোতস্বিনী হয়ে ধুয়ে দেবে সব মলিনতা,
সব কাজ ফেলে মাঝি —
ছুটে আসবে তার নাওয়ের টানে,
আবারও ভাসবে নৌকা স্রোতের টানে,
মাঝি তার ধরবে হাল,
শুরু হবে পারাপার,
নৌকার বুকে তুলে দিয়ে পাল।
চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে
ওরা আজও স্বপ্ন দেখে— বাঁচার।
জীবনের ফেলে আসা কোনো রূপকথা নয়,
প্রকৃতির আপন খেয়ালে ঘটে যাওয়া
এ যেন এক রুদ্ধশ্বাস কাহিনী।
No comments:
Post a Comment