Wednesday, 25 September 2019

শারদ। Sharad

🌾 শারদ 🌾

                           সুরজিৎ ঘোষ।

মন তখন পরন্ত বিকেলে মেঠো পথ ধরে
হঠাৎ আসা একপশলা বৃষ্টির মাঝে,
শুভ্র কাশফুলে ঢাকা নদীর চরে।
নীলাকাশে সাদা মেঘের ভেলায় ভেসে,
মন ছুঁয়ে গেছে অজানা শীতল বাতাস
বয়ে নিয়ে গেছে শরতের মাটির সুবাস।
দূর্বায় ঢাকা মাটির উপরে—
রাশি-রাশি ছড়ানো শিউলি ফুল,
দূর থেকে ভেসে আসে ঢাকের বাদ্যি।
শারদ প্রাতে শারদীয়ার আগমনীবার্তা শুনে,
প্রকৃতি তার চেনা রূপ ছেড়ে—
সেজেছে যেন কোন নতুন সাজে।
নীলাকাশের ঐ সাদা মেঘ ,
নদীর বুকে ঐ সাদা কাশফুল ,
মাঠ ভরা সবুজ ধানের শীষের উপর
ভোরের ঝরে পড়া শিশিরের নীড়।
বর্ষার জলে পুষ্ট বিলে পদ্মের ভিড়,
প্রভাতের সোনালী সূর্য কিরনে দেখি
প্রকৃতির অপরূপ মায়াবী রূপ।
 ভাবনা ও বাস্তবের সীমারেখা হীন সম্পৃক্ততা
নাশ করে মনের সব চঞ্চলতা,
মন তখন শুধু তন্ময় হয়ে দেখে—
শরতের এই অপরূপ আবেশে
মায়ের সুসজ্জিত প্রকৃতিময় রূপ।
Sharad: Cash flowers (kash flowers) at the base of Mundeshwari river. Picture location at Natibpur, Khanakul, Hooghly.
Picture by Surajit Ghosh.

No comments:

Post a Comment

ভুলে যাব।

The Last Letter

The last letter                —Surajit Ghosh   Poetry will not be complete  in the sense of time  I knew, but I tried to fulfil...