➖আমাদের শৈশব➖
— সুরজিৎ ঘোষ।
আমরা যারা ছুটেছিলাম শৈশবে
শিশির ভেজা ঘাসের উপর দিয়ে—
শরীরে শিহরন জাগানো ঘাসের
সেই স্পর্শ আজও ভুলিতে পারিনি।
আমরা যারা আকাশে উড়িয়েছিলাম ঘুড়ি,
নীল আকাশে হতে চেয়েছিলাম সাদা মেঘ,
পাখির মতো উড়তে চেয়েছিলাম আকাশে—
সত্যি সত্যিই ভালবেসেছিলাম প্রকৃতিকে।
ঝিরঝির বৃষ্টিতে ভিজে সারাবেলা,
আমরা যারা জল কাদায় ফুটবল খেলে—
বাড়িতে এসে বকুনি খেয়েছিলাম,
প্রকৃতির সঙ্গে বন্ধুত্বটা নিকট করেছিলাম।
আমরা ভেবেছিলাম পাহাড় হব—
পাহাড় হয়ে মাথা উঁচু করে দাঁড়াব,
তবে পাহাড়ের মতো গাম্ভীর্য তখন ছিলনা,
তাই আমরা কেউই পাহাড় হতে পারিনি ।
কথাছিল ভেঁপু তৈরী করে বাজাব সারাবেলা
ভেঁপু তৈরী করেছিলাম বটে, বাজানো হয়নি।
শৈশবের সব ইচ্ছা গুলো পূর্ণতা পায়নি,
হয়তো ইচ্ছা ও বাস্তবের সীমারেখা বুঝিনি।
তবুও আমাদের শৈশবটাই যেন ভাল ছিল।
Amader Shaishab.
No comments:
Post a Comment