—মন—
সুরজিৎ ঘোষ
যেদিন কান্তদর্শী হয়ে মন কবিতা লিখতে চেয়েছিল—
সেদিনও নিস্তব্ধ হয়ে বসেছিলাম।
মন বাউল হয়ে মেঠোপথ ধরে হারিয়ে যেতে চেয়েছিল—
সেদিনও দুচোখ ফিরিয়ে ছিলাম।
ধূসর পাহাড়, নীল সমুদ্র কতবার হাতছানি দিয়ে ডেকেছে,
বলেছে পরিপাটি জীবন ছেড়ে
একটিবার মুক্ত বিহঙ্গের মতো উড়ে দেখো—
জীবনকে খুঁজে পাবে বাঁচার আনন্দে,
সেদিনও ক্লান্তিহীন ছিলাম আমি।
শরতের নীল আকাশ, তাতে
সাদা মেঘ হতে চেয়েছিল মন,
হতে চেয়েছিল শিউলি তলার শিশিরে সিক্ত দূর্বা—
সেদিনও আমি মরুভূমির মরিচীকা হয়ে
জীবনের অসম্ভবকে সম্ভব করতেই ব্যস্ত ছিলাম।
কোনো কিছুই হয়ে ওঠা হয়নি—
বিকালে গানের সুর হয়ে বাতাসে ভাসা হয়নি,
হয়নি পূর্নিমার চাঁদ হয়ে নদীর জলে টলমল করা।
তোমার প্রতি সুবিচার হয়তো করতে পারিনি,
চেষ্টা করিনি তেমনটাও কিন্তু নয়।
অনেকটা চোখের জল, অনেকটা ব্যাথা,
আর অনেকটা ভাবনা কুড়ে কুড়ে খাবার পর
সমস্ত দ্বিধা দূরে রেখে আজ অকপটে স্বীকার করছি—
মন, তোমাকে হারিয়ে আমি ভালো নেই।
![]() |
🦋 Butterfly Picture by Surajit Ghosh. |
No comments:
Post a Comment