Wednesday, 28 August 2019

আমাদের শৈশব।। Amader Shaishab.

➖আমাদের শৈশব➖

                          — সুরজিৎ ঘোষ।


আমরা যারা ছুটেছিলাম শৈশবে
শিশির ভেজা ঘাসের উপর দিয়ে—
শরীরে শিহরন জাগানো ঘাসের
সেই স্পর্শ আজও ভুলিতে পারিনি।

আমরা যারা আকাশে উড়িয়েছিলাম ঘুড়ি,
নীল আকাশে হতে চেয়েছিলাম সাদা মেঘ,
পাখির মতো উড়তে চেয়েছিলাম আকাশে—
সত্যি সত্যিই ভালবেসেছিলাম প্রকৃতিকে।

ঝিরঝির বৃষ্টিতে ভিজে সারাবেলা,
আমরা যারা জল কাদায় ফুটবল খেলে—
বাড়িতে এসে বকুনি খেয়েছিলাম,
প্রকৃতির সঙ্গে বন্ধুত্বটা নিকট করেছিলাম।

আমরা ভেবেছিলাম পাহাড় হব—
পাহাড় হয়ে মাথা উঁচু করে দাঁড়াব,
তবে পাহাড়ের মতো গাম্ভীর্য তখন ছিলনা,
তাই আমরা কেউই পাহাড় হতে পারিনি ।

কথাছিল ভেঁপু তৈরী করে বাজাব সারাবেলা
ভেঁপু তৈরী করেছিলাম বটে, বাজানো হয়নি।
শৈশবের সব ইচ্ছা গুলো পূর্ণতা পায়নি,
হয়তো ইচ্ছা ও বাস্তবের সীমারেখা বুঝিনি।
তবুও আমাদের শৈশবটাই যেন ভাল ছিল।

Amader Shaishab.

Tuesday, 13 August 2019

মন।। Man.

—মন—
                               সুরজিৎ ঘোষ
যেদিন কান্তদর্শী হয়ে মন কবিতা লিখতে চেয়েছিল—
সেদিনও নিস্তব্ধ হয়ে বসেছিলাম।
মন বাউল হয়ে মেঠোপথ ধরে হারিয়ে যেতে চেয়েছিল—
সেদিনও দুচোখ ফিরিয়ে ছিলাম।
ধূসর পাহাড়, নীল সমুদ্র কতবার হাতছানি দিয়ে ডেকেছে,
বলেছে পরিপাটি জীবন ছেড়ে
একটিবার মুক্ত বিহঙ্গের মতো উড়ে দেখো—
জীবনকে খুঁজে পাবে বাঁচার আনন্দে,
সেদিনও ক্লান্তিহীন ছিলাম আমি।
শরতের নীল আকাশ, তাতে
সাদা মেঘ হতে চেয়েছিল মন,
হতে চেয়েছিল শিউলি তলার শিশিরে সিক্ত দূর্বা—
সেদিনও আমি মরুভূমির মরিচীকা হয়ে
জীবনের অসম্ভবকে সম্ভব করতেই ব্যস্ত ছিলাম।
কোনো কিছুই হয়ে ওঠা হয়নি—
বিকালে গানের সুর হয়ে বাতাসে ভাসা হয়নি,
হয়নি পূর্নিমার চাঁদ হয়ে নদীর জলে টলমল করা।
তোমার প্রতি সুবিচার হয়তো করতে পারিনি,
চেষ্টা করিনি তেমনটাও কিন্তু নয়।
অনেকটা চোখের জল, অনেকটা ব্যাথা,
আর অনেকটা ভাবনা কুড়ে কুড়ে খাবার পর
সমস্ত দ্বিধা দূরে রেখে আজ অকপটে স্বীকার করছি—
মন, তোমাকে হারিয়ে আমি ভালো নেই।
🦋 Butterfly
Picture by Surajit Ghosh.

ভুলে যাব।

The Last Letter

The last letter                —Surajit Ghosh   Poetry will not be complete  in the sense of time  I knew, but I tried to fulfil...