বুঝবে কবে
সুরজিৎ ঘোষ
শূন্যতা আজ গ্রাস করেছে মনকে
হৃদয়ে উঠেছে ধূলোঝড় —
ভাবনারা সব ক্লান্ত, এলোমেলো।
লক্ষ্যহীন-বিষাদগ্রস্থ জনজীবন,
এদিক-সেদিক বড়ই বেমানান।
হৃদয়ে উঠেছে ধূলোঝড় —
ভাবনারা সব ক্লান্ত, এলোমেলো।
লক্ষ্যহীন-বিষাদগ্রস্থ জনজীবন,
এদিক-সেদিক বড়ই বেমানান।
কেন এমন হল?
প্রশ্ন কি কখনো করেছ?
করোনি, জানি করবেও না কোনো দিন,
উত্তর যে খুবই রূঢ় সেতো জানা।
প্রকৃতির কোলে শুয়ে—
প্রকৃতির খেয়ালকেই অবহেলা করেছ,
প্রকৃতির সৃষ্টিকে তুচ্ছ করে
মিথ্যা সৃষ্টির খেলায় মেতেছ।
চৈতন্যকি হবে? বুঝবে কবে—
প্রকৃতি তোমার দাস নয়,
তুমিই প্রকৃতির দাস—
তোমার সৃষ্টি অবীনশ্বর নয়।
তবু কেন এমন মিথ্যা মিথ্যা খেলা?
কিসের এত গর্ব, কিসের এত অহংকার?
প্রকৃতির রুদ্রমূর্তি কি দেখনি
তুমি কি দেখনি –উত্তাল সমুদ্র,
তুমি কি শোননি–তীব্র বজ্রপাতের শব্দ,
তুমি কি অনুভব করনি–তীব্র ভূকম্পন,
তুমি বোধহয় ভুলে গেছ, তীব্র ঝড়
কতবার তোমার জীবনকে এলোমেলো করে গেছে।
তাও কি তুমি বলবে—
তুমি ক্ষমতাবান , তুমি বুদ্ধিমান।
No comments:
Post a Comment