খেয়াল ।।
সুরজিৎ ঘোষ।
আজ প্রকৃতি সেজেছে তার আপন খেয়ালে
সবুজ ধান গাছে ঢেকে গেছে মাঠ,
আকাশে এখনো মেঘের আনাগোনা-
খামখেয়ালী বৃষ্টিতে ভিজছি সারাবেলা।
শরৎ আসছে, মনে তাই অনাবিল আনন্দ,
মাঠ-ঘাট ঢাকবে কাশফুলে-
উঠানে ছড়ানো থাকবে শিউলি ফুল।
শিশিরে শিশিরে সিক্ত ঘাসে দিয়ে দোলা-
মন ছুঁয়ে যাবে আবার সেই স্নিগ্ধ শীতল হাওয়া।
আকাশে বাতাসে বাজবে শঙ্খ ধ্বনি-
মাতবে ভূবন ঢাকের তালে,
পূজার আনন্দে মাতবে সবাই
সাজাবে জীবন নুতন সাজে।
No comments:
Post a Comment