হে বীর!
সুরজিৎ ঘোষ ।
হে বীর! সেদিন যদি জন্ম নিতাম -
রক্ত তোমায় নিশ্চিত দিতাম।
শুধু আমি নই,
এ যুগের শতকোটি ভারতীয় নর-নারী
শুধু তোমার কথায় জীবন পর্যন্ত দিয়ে দিত।
সেই স্বাধীনতা আজও অধরা -
যে স্বাধীনতা দিতে চেয়েছিলে তুমি,
যে স্বাধীনতার জন্য উৎসর্গকৃত তোমার জীবন
দিয়েছিলে নিজ আত্মাহুতি -
সেই স্বাধীনতা আজও নিভৃতে কাঁদে।
হে ভারতমাতার বীর সন্তান,
হে বীর যোদ্ধা নেতাজী,
আজও জ্বলন্ত অগ্নিশিখার ন্যায়
প্রতিটি ভারতবাসীর হৃদয়ে তুমি বিরাজমান।
হে বীর! আজও আমাদের গর্ব তুমি,
তোমাকে নিয়েই যত অহংকার।
তোমার নেতৃত্বে ভারত -
হতে পারতো আরও সমৃদ্ধ,
হতে পারতো বিশ্বসেরা -
তুমি ছাড়া ভাগ্যহীনা এ ভারত মাতা।
তুমি ছাড়া ভাগ্যহীনা এ ভারত মাতা।
No comments:
Post a Comment