🥀ভুলে যাব
সুরজিৎ ঘোষ।
অবকাশ ছিলনা নাকি অন্য কোন ইচ্ছা ছিল
সে কথা স্পষ্ট করে বলা খুব কঠিন,
হয়তো ইচ্ছা ছিল অন্য কিছু নিয়ে ভাববো বা অন্য কাউকে
বোধহয় সেটাই ছিল তোমাকে অবহেলার কারণ,
তবে সেটাও নিশ্চিত করে বলতে পারছি না।
সময় তোমার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে,
তোমার সৌন্দর্যকে উপলব্ধি করতে শিখিয়েছে
সেকথা আজ অকপটে স্বীকার্য
তুমি কিন্তু উপলব্ধির মধ্যেই ছিলে,
বাকিটা পরিস্থিতির চাপ বলতে পার।
তোমার জন্য হৃদয় আজও কাঁদে -
একাকি কোন নির্জন স্থানে,
তোমার অপেক্ষায় চুলে পাক ধরেছে ঠিকই
কিন্তু মনের সজীবতা আজও ফিকে হয়নি।
জানি, তবু একদিন পরাজিত হব -
সময়ের নিষ্ঠুর আঘাতে।
হয়তো একদিন হ্রাস পাবে সব স্মৃতি,
মিটে যাবে সব অপেক্ষা -
থাকবে না আর কোন অবহেলা,
সেই দিন নিশ্চিত ভুলে যাব তোমায়।
No comments:
Post a Comment