🌺সারদা মা🌺
— সুরজিৎ ঘোষ।
মাতৃত্বের নব চেতনা সারদা মা।
মা মা ডাকে ব্যাকুলিত প্রানা
সন্তানের চিন্তায় সদা জাগ্রতা
উন্মুক্ত হৃদয়া মমতাময়ী মা।।
সদসতের ভেদাভেদহীনা
সংকীর্ণ জাতপাতের স্পর্শহীনা
বিশ্বজননী জগজ্জননী সারদামনী মা।।
মানব প্রেমের মহিমায় মহিমান্বিতা
মাতৃভাবে স্নেহাঞ্চলে সকলের আশ্রয়দাত্রী
মোদের পরম করুণাময়ী মা।।
স্নেহান্তরে পূর্ণ বিকশিতা
বিশ্ব মঙ্গলার্থে সদা বিরাজিতা
মাতৃত্বের ঐশ্বর্যে পরিপূর্ণা
Holy Mother Sarada Devi.
No comments:
Post a Comment