🔹দৃষ্টি কোন।🔸
—সু্রজিৎ ঘোষ।
সূর্যের সোনালী আলোমাখা প্রভাতে,
পাখীদের প্রভাতী কলতানে
শুরু হয় নিয়ত যে জীবন সঙ্গীত
তার বিস্তার দেখি–
সোনালী রোদ মাখা পলাশে,
রূপোলী চাঁদের হাসি মাখা ক্ষেতে,
জ্যোতিষ্কদের মৌনতায় ঢাকা আকাশে।
জীবনে চলার পথে এক উদ্দীপ্ত আহ্বান
মহাজগতের সৃষ্টির সেই মহাসঙ্গীতে ।
সূর্যরশ্মির প্রতিটি বিচ্ছুরণে
যখন ন্যায় প্রতিষ্ঠা পাবে,
চন্দ্রকিরনের শুচিশুভ্রতায়
তখন ধূয়েযাবে রূপের সব গরিমা।
একদিন বিদ্যুৎ বহ্নির তেজস্বীতায়
পরাস্ত হবে সব বিক্রম।
নিস্তেজ দেহকে অতিক্রম করে যাবে মন,
অন্তহীন মনের আবেশে ধরা দেবে—
শিশিরসিক্ত প্রস্ফুটিত পুষ্পের মধুরিমা,
দূরদিগন্তের মৌন ধূসরিমা।