Sunday, 23 February 2020

The Last Letter

The last letter
               —Surajit Ghosh

 Poetry will not be complete 
in the sense of time
 I knew, but I tried to fulfill it.
 In any role or conclusion
 Not the selected character,
 Wanted to be completely poetic,
 A simple poem.
 Still didn't ask,
 Who is acting in the lead role?
 I know.
 That's artificial,
 My faith is in heavenly love.
The feeling is unspoken there,
 Not in short or in composition,
 The dew is like the dry air
 From your own self the mind is touched,
 He does not get caught in the illusion of composition.
 With a sudden flash of light
 To go down suddenly
 Do you need artistic skills?
 Not classical dance or music -
 Need only
 Immaculate mind and white heart.
Picture by x

শেষ চিঠি।। The Last Letter


শেষ চিঠি

                   — সুরজিৎ ঘোষ।

সময়ের বিড়ম্বনায় সম্পূর্ণতা পাবে না কাব্য

জানতাম, তবু চেষ্টা করেছিলাম পূর্ণতা দিতে।

কোনো ভূমিকা বা উপসংহারে

নির্বাচিত চরিত্র নয়,

সম্পূর্ণ কাব্য হতে চেয়েছিলাম,

সহজ সরল একটি কাব্য।

তবুও প্রশ্ন করিনি,

মূল চরিত্রে অভিনয়টা কে করছে?

জানিনা এমনটাও নয়।

সেতো আর্টিফিশিয়াল ,

আমার বিশ্বাস স্বর্গীয় ভালোবাসায়।

অনুভূতি সেখানে বাক্ সিদ্ধ নয়,

অল্পকথায় বা রচনায় নয়,

সেতো শিশির সিক্ত বাতাসের ন্যায়

আপনা হতেই তনু মন প্রাণ ছুঁয়ে যায়,

রচিত মায়াজালে সে ধরা দেয় না।

হঠাৎ আলোর ঝলকানি দিয়ে

হঠাৎ করে নিভে যাওয়ার–

শৈল্পিক নিপুণতার কি প্রয়োজন?

ধ্রুপদী নৃত্য বা সঙ্গীত নয়–

প্রয়োজন শুধু,

নিষ্কলঙ্ক মন ও সফেদ হৃদয়।

Picture by x

ভুলে যাব।

The Last Letter

The last letter                —Surajit Ghosh   Poetry will not be complete  in the sense of time  I knew, but I tried to fulfil...