➖নব উন্মেষ➖
সুরজিৎ ঘোষ
কালবৈশাখীকে তুচ্ছ করে
নতুন কে নতুন করে পেতে
আনন্দাশ্রু ধারার বহমানতায়
আমি তোমাতেই মিশে যেতে চাই।
নবন্মিলীত যুগল নয়নে
শুধু তোমাকে ছুঁতে চাই।
গ্রীষ্মের প্রখর তাপদাহে বিবর্ণ সবুজে
প্রজাপতি হয়ে রং ছিটাতে চাই।
চাতকের বৃষ্টির মতো
তোমাকে পেতে আকুল হতে চাই।
প্রতিকুলতার বিরুদ্ধে সংগ্রাম আর চাই না
চাইনা সহানুভূতির শীতল স্পর্শও
প্রয়োজন নেই মানবপ্রীতির
শুধু চাই—
মনের সচেতনতা দূরকরে —
আরও একবার নিয়ন্ত্রণ হারাক তোমার দেহ।
আরও একবার আমার বুকে
তোমার মাথা রাখতে চাই,
শোনাতে চাই হৃদয়ের ক্রন্দন।
আবেগহীন দৃষ্টিতে বাস্তবকে চেনাতে চাই,
দেখাতে চাই কতটা কঠিন বাস্তবে
দাঁড়িয়ে আছে জীবন।
তোমাকে নিয়ে জীবনের ফিকে ক্যানভাসে
আরও একবার রং ছিটাতে চাই।