যে তৃষা জাগিলে তোমারে হারাবো
সে তৃষা আমার জাগায়ো না,
যে ভালবাসায় তোমারে ভুলিব
সে ভালবাসায় ভুলায়ো না ।
যে জ্ঞানের দীপ তোমারে লুকায়
সে জ্ঞানের দীপ জ্বালায়ো না,
যে যাতনা পেলে তোমারে লভিব
সে যাতনা মোর হরিও না।
যে নেশা আমায় তোমা ছাড়া করে
সে নেশা আমার জাগায়ো না,
যে সুখ লভিলে তোমারে ভুলিব
সে সুখ সাগরে ভাসায়ো না।
যে কথার মাঝে তব কথা নাই
সে কথা আমারে শুনায়ো না,
যে আঁখি ঝরিলে তোমারে লভিব
সে আঁখির ধারা মুছায়ো না।
যে তৃষা জাগিলে তোমারে হারাবো
সে তৃষা আমার জাগয়ো না।
কথা - স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ।
Lyrics -Swami Purnatmananda Maharaj.
সুরকার - স্বামী বলভদ্রানন্দ মহারাজ।
Music - Swami Balavadrananda Maharaj.
কন্ঠ - স্বামী শিবাধীসানন্দ মহারাজ।
Singer - Swami Shibadhisananda Maharaj.