"তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।....."
তালগাছ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত 'তাল গাছ' কবিতা মনে পড়ে? গ্রাম-বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে তাল গাছ যে একটা অন্যতম ভূমিকা পালন করে এসেছে সে নিয়ে বিতর্ক তেমন একটা নেই বললেই চলে। মেঠোপথের দুধারে, পুকুর পাড়ে, দিঘির পাড়ে, মাঠের মাঝে অথবা ঘরের আনাচে কানাচে.....এই গাছ রাজত্ব করে এসেছে। কিন্তু খুবই দুঃখের বিষয় বর্তমানে এই গাছটি পরিমাণে অনেক কম চোখে পড়ছে ।এই ভাবে চলতে থাকলে এই গাছটিও বিলুপ্তির পথে চলে যাবে । অথচ এই তালগাছ কিন্তু একসময় গ্রাম বাংলার মানুষের খাদ্য-বাসস্থান-শিল্প সংস্কৃতিতে অন্যতম ভূমিকা পালন করে এসেছে, এখনও করছে। একসময় সীমানা নির্ধারণের জন্যও তাল গাছ বসিয়েছে মানুষ, কাণ্ডকে ব্যবহার করেছে জলপথে পরিবহনের জন্য। বজ্রবিদ্যুৎ কে টেনে নিয়ে অনেক প্রানীর জীবন রক্ষা করেছে এই তালগাছ। বর্তমানে লোকালয়ে বজ্রপাতে জীবনহানির বেদনাদায়ক ঘটনা প্রায়ই খবরের শিরোনামে থাকে, এই আকস্মিক বিপদের হাত থেকে বাঁচতেও এই গাছটি নিয়ে ভাবা দরকার।
- সুরজিৎ ঘোষ।
![]() |
Palm trees : Location at pole, Khanakul, Hooghly. Picture by Surajit Ghosh. |